ভোজন রসিকের জরিমানা

মৃত মুরগী কিনে আনার সময় পুলিশের হাতে ধরা পরে রেস্তোরাঁর পরিচালক। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের রান্না ঘরে গিয়ে দেখতে পায়, নোংরা পরিবেশে রান্না হচ্ছে বাকি খাবার। বাথরুমের পানি দিয়েই রান্না হচ্ছে এবং ফিল্টার পানি বলে তারা যা দিয়েছে, তা আসলে বাথরুমের দূষিত পানি। আর এ কারণে ধানমণ্ডির ভোজন রসিক রেস্তোরাঁকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

food
দেখতে বেশ লোভনীয় এসব খাবার আসলে রান্না করা হয়েছে অত্যন্ত নোংরা পরিবেশে

রেস্তোরাঁ পরিচালকের সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে বরং প্রতিবেদকের সাথে অশালীন ভাষায় কথা বলেন। রেস্তোরাঁর প্রধান বাবুর্চির সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, পেটের দায়ে আমরা এখানে আসি রান্না করতে। আমরা নিরুপায়।

– যুবাইর বিন ইকবাল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment