দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

একবার সংখ্যা ৯, ৮- কে জোরে
এক থাপ্পড় মারল
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করল,
“আমাকে মারলে কেন???”
৯ বলল আমি বড় তাই মেরেছি
এ কথা শুনে ৮, ৭- কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইল,
৮ ও বলল, “আমি বড় তাই মেরেছি”
একই অজুহাত দেখিয়ে,
এরপর ৭, ৬-কে
৬, ৫-কে
৫, ৪-কে
৪, ৩-কে
৩, ২-কে
আর ২, ১-কে মারল
হিসাব মত ১-এর শূণ্যকে মারা উচিত
কিন্তু “১” মারল না
মারা তো দূরের কথা
ও ভালোবেসে শূণ্যকে নিজের পাশে বসিয়ে নিল
দুজনে মিলে “১০” হল
তারা তখন ৯-এর থেকেও বেশী শক্তিশালী হয়ে গেল
তারপর থেকে “১০” কে সবাই সন্মান করতে শুরু করল
মোরালঃ ছোট ছোট কারণে নিজেদের মধ্যে ঝগড়া লড়াই না করে
ব্যক্তিগত অহঙ্কার দূরে সরিয়ে
আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি
আমাদের শক্তি বহুগুণ বেড়ে যাবে

– সাবিকুন নাহার মারিন

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment