ঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকার কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২৪ মার্চ) রাজধানীর কোথাও জঙ্গিরা হামলা করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানতে পারেন। তবে সুনির্দিষ্ট কোথায় হামলা হবে তা জানা যায়নি। পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘আমরা একটু সিকিউরিটি টাইট করছি। সামনে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। এছাড়া আমরা এমনিতেই মাঝে মধ্যে সিকিউরিটি টাইট করি, একটু বেশি এলার্ট থাকি। এটা আমাদের নিয়মিত কাজের অংশ। আমরা এলার্ট আছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
