বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশন

বন্যার্তদের সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশন
ফাইল ছবিঃ যুবাইর বিন ইকবাল

ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে ১২ টি জেলা। পানিবন্দি হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। বন্যার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ এর মানুষ। ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে দাড়িয়েছে। তবে এদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ এর ডাকে ছুটে এসেছে হাজারো মানুষ। এক সময়ে অসংখ্য স্বেচ্ছাসেবকদের ফিরিয়ে দিতে হয়েছে তাদের, কেননা প্রয়োজন এর চেয়ে অধিক সংখ্যক স্বেচ্ছাসেবক এসেছে।

এছাড়া প্রথম ধাপে ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি দিয়েছে। ২য় ধাপে তারা ৩৫ হাজার পরিবার এর মাঝে তাদের উপহার সামগ্রী পৌছে দেবে। এ ধাপে থাকছে ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল (২ লিটারের) ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল (৫ লিটারের) এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই।

বরিশাল এর একটি প্রসিদ্ধ মন্দির তাদের দুর্গাপুজার বাজেট এর অধিকাংশ অর্থ দান করে দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনকে।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment