প্রেমের নেতিকথা


নাদের যে কাদের হবে-
কাদের বাসবে ভাল?
কারাই বা ধরবে হাল-
নাদেরের ভবিষ্যৎ দিন গুলো।
কারও নাক সুন্দর তো কারও ঠোট,
কারও চোখের দিকে তাকিয়েই নাদের খায় হোঁচট।
কারও মুচকি হাসিতে টোল পড়ে,
কেউ দিবারাত্রি টোল নিয়েই ঘুরে।
কারও ছোট ধাপের চলন,
কারও মিষ্টি গন্ধের ব্যাপন।
কারও লম্বা কেশ কালো,
নাদেরের লাগে ভাল।
নাদের তবে কাদের হবে –
কাদের বাসবে ভাল?
কারা তবে রাখবে বহাল –
নাদের বংশের আলো।
ভাল লাগা গুলো বাসা বাঁধেনি,
ভালবাসা নামক মরীচিকা নাদের খুজে পায়নি।
দিন গেছে মাস গেছে চলে গেছে কয়েক বছর,
প্রেমের ভুত এখনো ছাড়েনি তার আছর।
নাদের ধ্যান করেছে অনেক-
পড়েছে শত কাব্যগাঁথা,
ভালোলাগা থেকে ভালবাসা –
এগুলো সব কথার কথা।
নাদের তবে কাদের হবে?
কাদের হওয়ার কথা?
প্রেম ভালবাসা সব ভাঁওতাবাজি –
নাদের আর মাথা ঘামায়না অযথা।
তাই প্রেমের গল্প শুনলে নাদের-
জানিয়ে দেয় “প্রেমের নেতিকথা”

-কুদরতি ইসলাম কিরন

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment