
শখের ছবিয়াল ফটোগ্রাফি কমিউনিটির আয়জনে দৃক গ্যলারীতে চলছে তিনদিনব্যাপী ফটো ফেস্টিভ্যাল। ফিতা কেটে ২৯ এপ্রিল, ২০১৬ তে এ ফেস্টিভ্যালের উদ্ভোদন করেন এম পি আসাদুজ্জামান নুর। প্রায় ১২০০ ছবি থেকে মাত্র ৫৪ টি ছবি এ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। বিচারক হিসাবে ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার আবির আবদুল্লাহ, কুদরত ই খুদা ও শফিউল আলম কীরন।

কুদরত ই খুদা বলেন, ছবি বাছাই প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন। কেন না, প্রচুর ভাল ছবি থাকে। তিনি আরও বলেন, যে সকল ছবি বাদ দেয়া হয়েছে, ওইগুলোও অনেক ভাল ছবি। এমনকি তা দিয়ে আরও দুটি প্রদর্শনী আয়োজন করা যাবে। কি কি বিষয় সামনে রেখে একটি ছবি বাছাই করা হয়, এর উত্তরে তিনি জানান, ছবির বিষয়বস্তু, ছবির ব্যাকরণ, সামাজিক গুরুত্ব ইত্যাদি নানান বিষয়।
এতে প্রথম স্থান অধিকার করে ফারহানা ফারা। দ্বিতীয় স্থান অধিকার করে তানভীর মঞ্জুর ও তৃতীয় স্থান অধিকার করে রিফাত ইকবাল।
৩০ এপ্রিল বিকাল পাঁচটায় প্রদর্শনীতে স্থানপ্রাপ্ত ছবি নিয়ে বিচারকদের সাথে কথা বলার সুযোগ থাকছে সকলের।
এ প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করে আই এফ আই সি ব্যাঙ্ক ও জাহাঙ্গির ফ্রেম।
-যুবাইর বিন ইকবাল








