ভূমিকম্পের পরবর্তী অবস্থার মোকাবেলায় কতটুকু প্রস্তুত

যখন কোথাও ভাঙচুর হয় তখন সেখানে টাকা পয়সা, জিনিষপত্র লুটপাট হয়, কেউ যখন দুর্ঘটনায় পতিত হয় আহত হয়ে পড়ে থাকে, তখন তাঁর ঘড়ি খুলে নেয় কেউ কেউ, পকেট থেকে মোবাইল নেয় কেউ কেউ, মানিব্যাগ নেয় কেউ কেউ, তারপর কেউ কেউ আহত অসহায়কে হাসপাতালে নিয়ে যায়। এগুলো মানুষের তৈরী করা দুর্যোগ ও দুর্ভোগ। যখন প্রাকৃতিক দুর্যোগ হবে, ভূমিকম্প হবে তারপর চলবে হাহাকার, শুরু হবে লুটপাট, যে যেটা হাতের কাছে পাবে সেটা নিয়ে পালিয়ে যাবে, কেউ কেউ ধর্ষিত হবে, কেউ কেউ মরে পড়ে থাকবে, আহতদের কাছে থাকা মোবাইল, ঘড়ি, টাকা পয়সা কেড়ে … Continue reading ভূমিকম্পের পরবর্তী অবস্থার মোকাবেলায় কতটুকু প্রস্তুত