২০০৮ সালে শাকিব খান বিয়ে করেছেন অপু বিশ্বাসকে। কিন্তু ক্যারিয়ারের কথা ভেবে দুজনই গোপন রেখেছিলেন এ কথাটি। বিয়ের পরে, অপু বিশ্বাস তার নাম পরিবর্তন করে রাখেন, অপু ইসলাম। ২০১৬ সালে অপু বিশ্বাস হঠাত করে দেশের বাইরে চলে যান এবং ২০১৭ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এসময়ে তিনি ছিলেন থাইল্যান্ডে এবং জন্ম দিয়েছেন একটি পুত্র সন্তানের, নাম আব্রাহাম খান জয়।
NEWS 24 টেলিভিশন চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারে আজ অপু জানিয়েছেন এ কথা। তবে অপু আরও জানিয়েছেন, শাকিব তাকে সম্মান করেন নি। বারবার তাকে অসম্মান করেছেন, এমনকি তার সন্তান প্রসবের সময়ে পর্যন্ত তার পাশে থাকেন নি। অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব তাঁকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে। আর এ কারণেই তিনি এ সময়টাতে ছিলেন, দেশের বাইরে। সাক্ষাৎকার দেয়ার সময়ে, অপু বিশ্বাসকে বারবার কাঁদতে দেখা যায়।

ছবিঃ আফসারা তাসনিম
তাদের বিয়ে হয়েছিল, শাকিবের নিজ বাসায়, এ সময়ে কেবলমাত্র পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন।
অপু বিশ্বাসের সাক্ষাৎকারের পরে শাকিব খান জানিয়েছেন, অপু তাকে সম্মান করে নি। আর এ কারণে তিনি তার দায়িত্ব নেবেন না, তবে অবশ্যই পুত্র সন্তানের সকল দায়িত্ব নেবেন।
	
                                        





