বিশ্বমানের লাইব্রেরি ইউ আই ইউ এর

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি (ইউ আই ইউ) বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে অত্যাধুনিক সকল ব্যবস্থা। এর মাঝে এর লাইব্রেরি অন্যতম। পুরো লাইব্রেরিকে আনা হয়েছে অনালাইনের আওতায়। তৈরি করা হয়েছে অথ্যধুনিক অনলাইন লাইব্রেরি ম্যনেজমেন্ট সিস্টেম। নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এ অথ্যধুনিক অনলাইন লাইব্রেরি ম্যনেজমেন্ট সিস্টেম। লাইব্রেরিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার। রয়েছে উচ্চগতির ওয়াই ফাই সুবিধা।

পর্যাপ্ত সংখ্যক বই দিয়ে থরে থরে সাজানো হয়েছে এ লাইব্রেরি। বই প্রেমীকদের জন্য যেন এটি স্বর্গরাজ্য। রয়েছে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিরা ক্লাসের বাইরের সময়ের অনেকটাই সময় কাটিয়ে দেয় এই সুবিশাল লাইব্রেরিটিতে। মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য এর চেয়ে ভাল জায়গা আর কিইবা হতে পারে!

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment