দৃক পিকচার লাইব্রেরি কর্তৃক আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো ২০২৩ পুরস্কার প্রদান ও প্রদর্শনীর উদ্বোধন হলো আজ শুক্রবার।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউএজ পত্রিকার সম্পাদক জনাব নূরুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর জনাব এএসএম রেজাউর রহমান। বিচারকমন্ডলীর পক্ষ থেকে রাশেদ জামান তার অভিজ্ঞতা তুলে ধরেন।
১৫০০ এর বেশি আলোকচিত্রের মধ্য থেকে সাতজন আলোকচিত্রীর কাজকে এ বছরের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। এবছর বর্ষসেরা আলোকচিত্র ২০২৩ বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাক এর ফটোসাংবাদিক আব্দুল গনি।
পুরস্কার হিসাবে তিনি পেয়েছেন ১ লাখ টাকা।
দৈনিক ইত্তেফাক পত্রিকার আলোকচিত্র সাংবাদিক আব্দুল গনি গত বছরের ঢাকার শহীদ নগরে অগ্নিকাণ্ডের সময়ের ছবিটি তুলেছেন।
প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা। এছাড়া তারা প্রত্যেকে পেয়েছেন সম্মাননা স্মারক এবং সনদ। তিনটি বিভাগের বিজয়ীরা হলেন শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগে ডেইলি গ্লোবাল নেশনের মো. শামছুল হক সুজা, আর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ইউএনবি’র আবু সুফিয়ান জুয়েল, রাজনীতি বিভাগে দৈনিক কাজির বাজার এর মামুন হোসেন আর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম, জনমুখী সাংবাদিকতা বিভাগে বিপিএস এর সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম আর বিশেষ সম্মাননা পুরস্কার রাফায়েত হক খান।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নির্বাচিত ৩১টি ছবি। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।