শিশুর জনগ্রহণ করার পরে তার একটি সুন্দর নাম রাখা উচিৎ। বাবা ও মা’র একান্ত কর্তব্য তাদের আদরের শিশুটির নাম যেন সুন্দর, মার্জিত এবং ইসলামসম্মত হয়। আমরা অনেক সময়ে অর্থ না জেনে কোন আরবী শব্দ নাম হিসাবে রাখি, কিন্তু দেখা যায়, ওই শব্দের অর্থ খারাপ কিছু।
রব এর নাম অনুযায়ী শিশুদের নাম
তবে এক্ষত্রে অবশ্যই মনে রাখতে হবে, রব এর নাম এর পূর্বে আবদ শব্দ যোগ করতে হবে। আরবী আব্দ শব্দের অর্থ, দাস। যেমন আল্লাহ তায়ালা’র একটি নাম হচ্ছে, রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ “রিজিক দাতা” অর্থাৎ যিনি আমাদের খাদ্য প্রদান করে থাকেন, এখন শিশুর নাম যদি এ অনুসারে রাখতে হয়, তবে, আব্দ শব্দ যোগ করে নাম হতে হবে, আব্দুর রাজ্জাক। অর্থাৎ, রিজিক দাতা এর দাস।
আব্দুর রহমান
আব্দুল করীম
আব্দুল মান্নান
আব্দুল হালীম
ছেলে শিশুদের সুন্দর নামঃ
মুহাম্মাদ
আহম্মাদ
আব্দুল্লাহ
আবু বকর
উসমান
উমার
আলী
তালহা
যুবাইর
জাকারিয়া
নুমান
মুজাহিদ
মেয়ে শিশুদের সুন্দর নামঃ
ফাতিমা
সুরাইয়া
আয়িশা
আফিয়া
খাদিজা
হাফসা
সাদিয়া
রুবাইয়া
জাকিয়া