বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ২০১৬-২০১৭

bangladesh cricket board

বাংলাদেশ দলের ২০১৬ সালের নিউজিল্যান্ড সফরে প্রথম তিনটি ওডিআই, দুটি টি ২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। এ সফরে ফিরেছে বাংলাদেশ এর পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। আই পি এল খেলতে গিয়ে তিনি কাঁধের ইনজুরিতে পরেন এবং প্রায় ৬ মাস পরে আবারও ফিরেছেন জাতীয় দলে।

স্কোয়াডে স্থান হয় নি, নাসির হোসাইন এর।

এবারের সফরে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে, লেগ স্পিনার তানভীর হায়দার, উইকেট রক্ষক নুরুল হাসান এবং পেসার শুভশীশ রয় এর।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে সফরের সময়সুচী ও ফলাফল

খেলা সময় মাঠ ফলাফল
১ম ওয়ান ডে ডিসেম্বর ২৬ ক্রাইস্টচার্চ ক্রিকেট গ্রাউন্ড নিউজিল্যান্ড ৩৪১ (৫০ ওভার, ৭ উইকেট)
বাংলাদেশ ২৬৪ (৪৪.৫ ওভার, ১০ উইকেট)
ফলঃ নিউজিল্যান্ড ৭৭ রানে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচঃ ল্যাথাম (নিউজিল্যান্ড)
বিস্তারিত
২য় ওয়ান ডে ডিসেম্বর ২৯ নেলসন ক্রিকেট গ্রাউন্ড নিউজিল্যান্ড ২৫২ (৫০ ওভার, ১০ উইকেট)
বাংলাদেশ ১৮৪ (৪২.৪ ওভার, ১০ উইকেট)
ফলঃ নিউজিল্যান্ড ৬৮ রানে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচঃ ব্রুম (নিউজিল্যান্ড)
বিস্তারিত

৩য় ওয়ান ডে ডিসেম্বর ৩১ নেলসন ক্রিকেট গ্রাউন্ড বাংলাদেশ ২৩৬ (৫০ ওভার, ৯ উইকেট)
নিউজিল্যান্ড

ফলঃ
ম্যান অফ দ্যা ম্যাচঃ
বিস্তারিত

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি ২০ সফরের সময়সুচী ও ফলাফল

খেলা সময় মাঠ ফলাফল
১ম টি ২০ জানুয়ারি ৩ নেপিয়ার
২য় টি ২০ জানুয়ারি ৬ মাউন্ট মাউঙ্গানুই

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ এর সময়সুচী ও ফলাফল

খেলা সময় মাঠ ফলাফল
১ম টেস্ট জানুয়ারি ১২ ওয়েলিংটন
২য় টেস্ট জানুয়ারি ২০ ক্রাইস্ট চার্চ

বাংলাদেশ দল

মাশরাফি মুর্তাজা (অধিনায়ক)
মুশফিকুর রহিম (উইকেট রক্ষক)
তামিম ইকবাল
সাকিব আল হাসান
ইমরুল কায়েস
মাহমুদুল্লাহ রিয়াদ
মেহেদী হাসান
মসাদ্দেক হোসাইন
মুস্তাফিজুর রহমান
রুবেল হোসাইন
সাব্বির রহমান
সৌম্য সরকার
তাসকিন আহমেদ
শুভশিষ রায়
তানভীর হায়দার

New Zealand Cricket

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment