একজন বাংলাদেশের সুপার মডেল শবনম ফারিয়া আর একজন অসাধারণ নৃত্য শিল্পি বারিশ হক। অবশ্য মডেল হিসেবেও খ্যাতি রয়েছে বারিশ হকের। কিছুদিন আগে বারিশ হককে ফোন করা হয় একটি কোম্পানি থেকে। তাকে বলা হয়, তাদের কোম্পানিতে তাকে মডেল হিসাবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু এ জন্য তাকে ইঙ্গিত দেয়া হয় ভিন্ন কিছুর। কিন্তু বারিশ হক সে প্রস্তাব ফিরিয়ে দেন, কেননা তিনি মিডিয়াতে কাজ করতে চান, নিজেকে বিকিয়ে দিয়ে নয়। ঘটনার পর পরই বারিশ হক তার ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন।
কিন্তু এটিকে ভালভাবে নেয় নি অনেকেই। তাদেরই একজন সুপার মডেল শবনম ফারিয়া। পাল্টা স্ট্যাটাস প্রদান করেন তিনি। তিনি অভিযোগ করেন, বারিশ হক নিজেকে সকলের সামনে উপস্থাপন করতেই এ স্ট্যাটাস দিয়েছেন। এবং তার মতে, যারা এ ধরণের কাজ করে মিডিয়াতে স্থান করে নেয়, তাদেরকেই এরকম কুপ্রস্তাবই দেয়া হয়।
আর এর পর পরই বারিশ হক আবার একটি স্ট্যাটাস লিখেন। তিনি বলেন, ফারিয়াই নিজেকে সকলের সামনে নিয়ে আসতে চায় তাকে নিয়ে লিখে।
তাদের এ সাইবার যুদ্ধ এখন কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।