গরুর মাংস রপ্তানীতে শীর্ষে ভারত

গরুর মাংস রপ্তানীতে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। ২০১৬ সালে তারা বিশ্ববাজারে রপ্তানি করেছে ১,৯৫০,০০০ মেট্রিক টন গরু এর মাংস। অথচ ভারতে গো হত্যা মহাপাপ এবং আইন করে নিষিদ্ধ করা হয়েছে। যা বিশ্ববাজারের ২০ শতাংশ। ইউরোপ ও আরব দেশগুলোতে রয়েছে গোমাংসের সর্বাধিক চাহিদা।

biryani
গরুর মাংসের বিরিয়ানি

ভারতের পরে রয়েছে ব্রাজিল। তারা রপ্তানি করেছে ১,৮৫০,০০০ মেট্রিক টন যা বিশ্ববাজারের ১৯.২০ শতাংশ। তালিকার ১৪ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান। এ বছর তারা রপ্তানি করেছে ৭০,০০০ মেট্রিক টন।

ভারতে প্রকাশ্যে গো-মাংস বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ। এমনকি গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে কয়েকজন মুসলিমকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।

গতবছর হিন্দু প্রধান রাষ্ট্র নেপালে ২৫০,০০০ গরু বলি দিয়ে হয়েছে

যুবাইর বিন ইকবাল, প্রেস বাংলাদেশ

Bangladeshi Wedding Photographer

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment