প্রতিটা নিশ্চুপ মুহূর্তে একটা নিঃশব্দ চিৎকার বাজে কানে। বুকের ভেতর থেকে আসে চিৎকার না পাওয়ার চিৎকার কাছে না থাকার আক্ষেপ। কি যেন নেই,কিছু নেই। দুটো হাত,না!আস্ত একটা তুমি।। মধ্য রাতে যেনও হয় আরও দ্বিগুণ একটা তুমি নেই সেখানে যেখানে শুধু তোমাকে খুঁজে বিসর্জন দিয়ে নিজেকে কাটিয়ে দিচ্ছি জীবন।। তুমি হীনা হচ্ছে মরন। – রুমা খান বুড়ী
Read MoreDay: November 20, 2022
যোজন ক্রোশ দুরত্ব
কামনা বলো বাসনা বলো কাঁপছে শরীর তোমার নেশায় আছো তুমি ক্রোশ দুরত্বে তবুও তোমার ছোঁয়ার প্রভাবটাই বেশি হৃদয়ে। নিঃশ্বাসে ভেসে আসছে তোমার সুবাস। জানো, তবুও কেনও! এগোতে পারছিনা আমি। ভাবনায় তুমি যোজন ক্রোশ দূরে.. আপন কামনায় মত্ত হয়ে আমি পাগল পাড়া। এক অদৃশ্য শত্রু হয়ে বিবেকের তাড়নায় আটকে যাচ্ছে আমার কামনার স্ফুলিঙ্গরা। সমান্তরাল ভালোবাসা কি তোমার মাঝেও হচ্ছে কিনা বলো। – রুমা খান বুড়ী
Read More