আজাদ সিনেমা হলে সামনের সিটে বসে সুজন মাঝি দেখলেন ফরাসী প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো। এসময়ে তার সাথে ছিলেন পরিচালক ঝন্টু। পরিচালক ঝন্টুর সাথে তিনি কয়েকটি সেলফি তোলেন এবং তা নিজের ইন্সটাগ্রামে আপলোড করেন এবং সেলফিগুলো হোয়াটসএপে ঝনটুকে পাঠিয়ে দেন। তিনি ছবিটির বেশ প্রশংসা করেন। এসময়ে তিনি ক্রিস্টোফার নোলানকে উদ্দেশ্য করে বলেন, তার উচিৎ এদেশ থেকে সিনেমা বানানো শেখা। স্যান্ডেল এর মত ছোট্ট একটা জিনিস নিয়ে যে একটা সিনেমা হতে পারে, এটা দেখে তিনি বেশ অবাক হয়ে যান এবং এসময়ে তিনি ছবিটির স্ক্রিপ্ট রাইটারকে একটি স্যান্ডেল গিফট করেন। কান চলচ্চিত্র উৎসবের ছবিটির…
Read More