এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের। ২০০৮ সালে শ্রিলঙ্কার বিপক্ষে ৪১৩ রান করেছিল। আশরাফুল করেছিলেন ১০১। তবে ম্যান অফ দা ম্যাচ পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ২৬ রান করলেও পরের ইনিংসে করেন ৯৬ রান। আর প্রথম ইনিংসে ৫ উইকেট ও পরের ইনিংসে ১টি উইকেট লাভ করেন।
চতুর্থ ইনিংসে আশরাফুল এর ১০১ এবং সাকিব এর ৯৬ রানই বাংলাদেশ দলকে এনে দিয়েছিল এ রেকর্ডটি। রেকর্ড গড়া এ ম্যাচটি অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছিল। ১০৭ রানে। আর এ জয়ের এছনে সবচেয়ে বড় অবদান ছিল মুরালিধরনের। ম্যাচে ১০ উইকেট ছিল।
এশিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের। শ্রীলঙ্কার মাটিতে তারা করেছিল ৩৮২। চতুর্থ ইনিংসে ইউনিস খান এর ১২২ রান করেন।
আর এ রেকর্ডটি বিশ্বের মাঝে ১২ নম্বরে রয়েছে। তালিকার প্রথমেই রয়েছে ইংল্যান্ড। ৬২৫ রান করেছিল দলটি ৫ উইকেটে। সাল ছিল ১৯৩৯ সাল। চতুর্থ ইনিংসে গিব ১২০, এনরিক ২১৯ এবং হ্যামন্ড ১৪০ করেছিল। ম্যাচটি হয়েছিল ডারবানে।
– সুত্রঃ ইএসপিএন