ভারত এর একটি অনলাইন পত্রিকা www.kolkata24x7.com দেখা যায়, তারা একটি সংবাদ প্রচার করেছে, যেখানে সিফাত আবদুল্লাহ নামে একজন একটি ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছে। ছবিটিতে একটি বাঘ একটি কুকুরকে ধাওয়া করেছে। কিন্তু প্রেস বাংলাদেশ ঐ ছেলের আইডিতে গিয়ে এরকম কোন ছবি পায় নি। এমন কি ঐ আই ডি তে সর্বসেশ পোস্ট ৩১ মেতে। অর্থাৎ প্রায় দু মাস আগে।
ঐ ছেলের একটি প্রোফাইল ছবিতে দেখা যায়, কয়েকজন ভারতীয় ব্যক্তি অশালীন ভাষায় মন্তব্য করেছে, এমনকি বাংলাদেশ এর জাতীয় সঙ্গীতকে নিয়েও।
বাংলাদেশের সমর্থকদের অপমান করতে www.kolkata24x7.com ভুয়া স্ক্রিনশট তৈরি করে এ ধরণের একটি কাজ করেছে বলে অভিমত দিয়েছেন অনেকেই। স্ক্রিনশটটিকে বৈধতা দিতে পত্রিকাটি লেখে “সৈফতের এই পোস্ট দেখে ভারতীয়দের রক্ত ফুটতে শুরু করে৷ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে যায়৷পরে বাধ্য হয়েই সৈফত পোস্টটি মুছে ফেলেন টাইমলাইন থেকে৷।”
এর আগে ভারত এর একজন শিল্পি তাসকিন এর একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় তাসকিন ধোনীর কাটা মুন্ডু হাতে নিয়ে গর্জন করছে। কিন্তু পরে প্রমাণিত হয়, ঐ ছবিটি একজন ভারতীয়’র তৈরি করা।
তবে বাংলাদেশ এর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দু’দেশের সমর্থকদের অনূরোধ করেছেন, সীমা না ছাড়াতে।