এ বছরই প্রথম বাংলাদেশ থেকে কোন নারী কারিশমা তারান্নুম মিসেস ওয়ার্ল্ডওয়াইড এ অংশগ্রহণ করতে যাচ্ছেন। আর এখানে অংশ নেবার পুর্বে তিনি নির্বাচিত হয়েছিলেন মিসেস বাংলাদেশ।
লড়াই করতে হয়েছে যোগ্যতা, সৌন্দর্য্য এবং বুধিমত্তা দিয়ে। আর এখন তাকে লড়তে হবে ভারত, কোরিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভিয়েতনাম সহ ৩০ টি দেশের দেশের সুন্দরীতম নারীদের সাথে। লড়াইয়ের পুজি যোগ্যতা, সৌন্দর্য্য এবং বুধিমত্তা। ২০ আগস্ট থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে এ লড়াই এর আসর। ২৭ আগস্ট হবে গ্রান্ড ফিনালে আর এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন সিঙ্গাপুর এর মাননীয় প্রধানমন্ত্রি এবং তার সহধর্মিণি।
২০১০ সালে র্যাম্প মডেলিং দিয়ে শুরু কারিশমা’র ক্যারিয়ার। এরপরে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন নামকরা সব ম্যাগাজিনে। অংশ নিয়েছেন বিভিন্ন বিজ্ঞাপনে। কারিশমা’র ভক্তরা জানিয়েছেন তাকে শুভকামনা। ভক্তদের বিশ্বাস, কারিশমা বাংলাদেশ এর নাম বিশ্বের দরবারে তুলে ধরবেন এবং বাংলাদেশ এর জন্য সম্মান বয়ে আনবেন।
ছবিঃ ফারহান আহমেদ, স্টুডিও লরেঞ্জো