অবশেষে বৃষ্টিতে ভিজল রাজধানী

rain
প্রচন্ড বৃষ্টিতে ছাতা মাথায় বিল পার হচ্ছে রাজধানীর কড়াইল এলাকার মানুষ।
ছবিঃ যুবাইর বিন ইকবাল

এক পশলা বৃষ্টির জন্য হাহাকার ছিল রাজধানীবাসীর, অবশেষে মে মাসের প্রথম দিনেই এলেন তিনি ভিজিয়ে দিয়ে গেলেন রাজধানীবাসীদের। সন্ধ্যা ৬ঃ১৫ এর দিকে শুরু হয়, প্রচন্ড বাতাস। ধুলোয় ভরে যায় রাজধানী। আকাশে বাতাসে ধুলো, যেন মরু ঝর। সাথে প্রচণ্ড বজ্রপাত। ৬ঃ৪৫ এর দিকে শুরু হয় বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। এ বৃষ্টিতে যেন স্বস্তির নিশ্বাস ফেলছে নগরবাসী। তীব্র গরমে যে অতিষ্ঠ হয়ে উঠেছিল জন জীবন।

তাপমাত্রা কমে এসময়ে ২২ ডিগ্রী সেলসিয়ায়াসে আসে।

তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি। তবে বেশ কিছু জায়গায় বড় বৃক্ষ আছড়ে পরে। বৃষ্টির কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

একই দিনে রাজশাহিতেও হয়েছে ভারী বৃষ্টি, সাথে বজ্রপাত।

বৃষ্টি এলে মানুষের ফেসবুকও ভরে যায় বৃষ্টির স্ট্যাটাসে। কয়েকজনের স্ট্যাটাস

একটু পরেই শুরু হবে আহাজারি – রিশকা পাইনা, এহহে এত্তো ক্যাদা ক্যারে, উফফফ এ শহরে থাকাও অপ্রাদ – সবখানে পানি উইঠা গেছে, কারেং নাই কিয়ারে, ইত্যাদি।
আর বৃষ্টির সুরক্ষা এবং রিশকার পর্দার পেছনে উষ্ণ হবে প্রেমিক যুগল।
পক্কাত – রিশকা নালায় পর্ছে।
অনিন্দ কবির অভিক

“আজকের নতুন টপিক অফ ডা নাইট, “বৃষ্টি অাপার শুভ আগমন”। বায়োমেট্রিক টপিক আপতত অফ। বৃষ্টিকে নিয়ে অনেক স্ট্যাটাস দেখবো।”
অয়ন আহমেদ

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে।
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
ওমর তুষার

“সবাই ঝর হচ্ছে দেখে আনন্দিত।।। আর আমি পুরা ধুলায় মাখা মাখি।।আর একটু হলে উরাইয়া গাবতলি নিয়ে ফালাইত”
আহমেদ রুমেল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment