শারমীন ফাহমিদা, তিনি বিমানবালা। এখন নয়, ছিলেন। যাত্রীদের সেবা করার ব্রত নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে। জীবনের পথে হঠাত আসে পরিবর্তন। অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে থাকে তার। কিন্তু তার আগে শিখতে হবে অভিনয়। ‘প্রাচ্যনাট্য স্কুল অব এ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’এ ছয় মাসের অভিনয় কর্মশালায় অংশ নিয়ে যোগদান করেন মঞ্চে। নাট্যদল ‘পালাকার’ এর সাথে কাজ শুরু করেন। এরপরে শুরু করেন টেলিভিশনে নাটক ও সিরিয়ালে অভিনয়। সেখানে তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। তার অভিনয় প্রতিভা দেখে মুগ্ধ হনে অনেক পরিচালকই। আর এতেই বাড়তে থাকে তার কাজের সংখ্যা। ইতিমধ্যেই তিনি কাজ করেছেন প্রচুর নাটকে। এর মধ্যে ঘরওয়ালী পরওয়ালী, মেঘ ও পরীর গল্প, ভাইরাস, মোহর আলী, সীমানা, পিএইচডি সালমা্ন, দাগ ইত্যাদি। এ নাটকগুলোর রয়েছে প্রচুর জনপ্রিয়তা।
নাটক ও সিরিয়াল ছাড়াও তিনি কাজ করেছেন বিজ্ঞ্যপনে। বর্তমানে তিনি বেশ কয়েকটি নাটকের শুটিং ও ফটোসুট নিয়ে প্রচন্ড ব্যস্ত। এক সময়ে তিনি বিটিভিতে নিয়মিত সংবাদ পাঠ করতেন।