অভিনন্দন ঢাকা ডায়নামাইটস
বি পি এল ২০১৬ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস। ফাইনাল ম্যাচে রাজশাহীকে ৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে। আর এ জয়ের ফলে প্রথম চার আসরের মাঝে মোট ৩ বার চ্যাম্পিয়ন হল। টস জয় লাভ করে রাজশাহী অধিনায়ক ঢাকাকে ব্যাটিং করতে পাঠায়। তাদের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারলেও রানের গতি কখনই আটকে রাখতে পারে নি। আর এ কারণে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ এনে দেয় ঢাকার ব্যাটসম্যানরা। ঢাকা দলের লুইস করেন ৪৫ রান, মাত্র ৩১ বল খেলে।
ঢাকার বোলাররা দাড়াতেই দেয় নি রাজশাহীর ব্যাটসম্যানদের। ৫.৮৩ গড়ে রান তুলেছে। ১৭.৪ ওভারেই ১০৩ রানেই সমাপ্ত হয় তাদের ইনিংস। সাকিব দুটি উইকেট লাভ করেন। এ ছাড়াও জায়েদ ও সাঞ্জামুল দুটি করে উইকেট পান। রাজশাহীর মমিনুল করেন সর্বচ্চ ২৭ রান ৩০ বল খেলে। মাত্র ৩ জন ব্যাটসম্যান দু অঙ্ক স্পর্শ করেন। তাছাড়া আর কেউই কিছুই করতে পারে নি।
ম্যান অফ দা ম্যাচ হয়েছেন ঢাকা ডায়নামাইটস এর কুমার সাঙ্গাকারা। এর সিরিজ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ।