Search Engine Optimization (SEO) একটি ওয়েব সাইট এর জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। কেন না, অধিকাংশ ভিজিটর Search Engine থেকেই আসবে।
Search Engine Optimization (SEO) এর জন্য HTML Tag এর তালিকা
title
<title> Wedding Gallery </title>
টাইটেল ট্যাগ গুগল, ইয়াহুসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে প্রথমে দেখাবে। সাধারণত এ লেখা দেখেই একজন ভিজিটর, সাইট ভিজিট করে। এ ছাড়া অই ওয়েব পেজটি যখন ব্রাউজারে দেখা হয়, তখন ব্রাউজারের একদম উপরে তা প্রদর্শন করে। সার্চ ইঞ্জিন যখন কোন ওয়েব সাইট এর তথ্য ইন্ডেক্সিং করে, তখন সাধারণত টাইটেল ট্যাগ অনুযায়ী করে থাকে।
h1, h2, h3
<h1> JBI Gallery </h1>
b, strong
<strong> Press Bangladesh </strong>
anchor
<a href=”http://jbigallery.com/“>www.jbigallery.com</a>
alt
<img src=”jubair_bin_iqbal.jpg” alt=”Jubair” title=”Jubair” />
আমরা যখন সার্চ ইঞ্জিনে যখন কোন ছবি অনুসন্ধান করি, তখন যে ছবিগুলো আসে, তখন তা alt অনুযায়ী আসে, কেননা সাধারণত সার্চ ইঞ্জিন একটি ছবিকে চেনে, তার alt এর ভেতরে লেখা দেখেই।