তামিম, সৌম্য, সাব্বির, আফ্রিদি, গেইলরা মাতাবেন এবারের বি পি এল। তারা বল আছড়ে ফেলবেন গ্যালেরিতে। আর তা যদি হয় মিউজিকের ছন্দে ছন্দে, তাহলে কেমন হয়? নিঃসন্দেহে তা এনে দেবে বাড়তি আনন্দ। আর বিসিবি তাই এনেছেন কয়েকজন ডিজেকে। যারা চার-ছক্কার সাথে সাথে স্টেডিয়ামকে এনে দেবে সুরের মাতোয়ারা।
আর এ কাজটি করতে গিয়ে বিসিবি বেছে নিয়েছেন দেশের অন্যতম ডি জে নায়মা হোসাইন পরী। এই অনিন্দ্য সুন্দরী কন্যা থাকছেন গ্যালারীতে। আর বি পি এল এর ইতিহাসেই তিনিই প্রথম নারী ডি জে। মাঠে থাকছেন দুপুর ১২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। প্রতিদিনই তিনি মাঠে থাকবেন আমাদের মাতিয়ে তুলতে। গেল নভেম্বরের এক তারিখে তিনি বাইশে পা দিলেন, এই বয়সে একজন নারী কিভাবে এত চাপ নিতে পারে!!! হয়ত নায়মা হোসাইন বলেই এটা সম্ভব।
তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন, মাতিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন স্থানে।