সান ফ্রান্সিস্কো, র্যাম্প, বাংলাদেশের পতাকা!!! এ তিনটি জিনিসকে এবার এক করে ফেলুন। কেমন যেন বিস্ময়কর লাগছে, তাই না? মেলানো যাচ্ছে না কিছুই। কিন্তু এবার এমনটাই হয়েছে। সান ফ্রান্সিস্কো স্টেট ইউনিভার্সিটির একটি র্যাম্পে বাংলাদেশের একজন কন্যা হেঁটেছেন, আর তার হাতে ছিল বাংলাদেশের গর্বের প্রতীক, লাল সবুজ পতাকা। আর এ কাজটি করেছেন ফাহিমা মাহজাবীন চৌধুরী। র্যাম্পের মূল উদ্দেশ্য ছিল, নারীর ক্ষমতায়ন। কিন্তু তিনি নারীর ক্ষমতায়ন এর সাথে সাথে নিজের দেশকেও তুলে ধরার চেষ্টা করেছেন, বিশ্বের সামনে। ফাহিমা মাহজাবীন চৌধুরী পড়াশোনা করছেন সান ফ্রান্সিস্কো স্টেট ইউনিভার্সিটিতে। এর আগে তিনি United Nations Youth and…
Read More