গত ১৮ মার্চ, ২০২৪ বিকেল ৪.০০টায় ব১⁄২বন্ধু মিলিটারী মিউজিয়াম, ঢাকায় বেসরকারি সংস্থা ইকো-সোশ ̈াল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ ̈মে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সাফল্য ̈বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিগত আট বছরে ইএসডিও’র মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণ-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থানের তথ্য ̈উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে এনজিও বিষয়ক বু ̈রোর মহাপরিচালক ( গ্রেড-১) মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম ̈ান জনাব মোঃ আলী আকবর খান, ফাপাড’র মহাপরিচালক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ…
Read More