আই পি এল এর শেষ কোয়ালিফায়ার ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এবারের আই পি এলে প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি। বাদ পরার অভিজ্ঞতা তার নেই। তবে ইনজুরির কারণে না খেলার অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়, টি ২০ বিশ্বকাপের প্রথম ৪ টি ম্যাচ তিনি খেলতে পারেন নি পেস বোলারদের জন্ম শত্রু এ ইনজুরির কারণে। তবে ডাক্তার জানিয়েছেন, চোট খুব গুরুতর নয়। আজ জিতলে ফাইনাল মাচেই তাকে পাবার আশা করছেন দলের ফিজিও।
পুরো ক্রিকেটবিশ্ব আজ তাকিয়ে ছিল মুস্তাফিজের ৪ ওভারের জাদু দেখার জন্য। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এর অন্যতম ভরসা ছিলেন যে তিনি। যদিও তার চেয়ে একটি উইকেট বেশি ভুবেনশ্বর কুমারের, কিন্তু ইকনমি রেট তার ধারে কাছেও নেই। তবুও ইনজুরির উপরেত আর কারও হাত নেই। তিনিও মেনে নিয়ছেন। তার পরিবর্তে দলে এসেছেন বোল্ট। তবে আশার প্রতিদান দিতে পারেন নি। ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান তবে রাইনাকে ফিরিয়েছেন মাএ ১ রানে।