বিশ্ব একাদশ
ইমরান খান (অধিনায়ক)
কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক)
শচীন টেন্ডুলকার
সাইদ আনোয়ার
মোহাম্মাদ ইউসুফ
রিকি পন্টীং
মাহেলা জয়াবর্ধনে
ওয়াসিম আকরাম
মুস্তাফিজুর রহমান
মুত্তিয়া মুরালিধরন
সাকিব আল হাসান
আম্প্যায়ার
বিলি বাডেন
স্টিভ বাকনর
স্টেডিয়াম
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
পাঁচজন ব্যাটসম্যান, পাঁচজন বোলার ও একজন উইকেট রক্ষক নিয়ে সাজানো হয়েছে এ বিশ্ব একাদশ। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকার। আর এর পরেই পাকিস্তানী লিজেন্ড সাইদ আনোয়ার। আর এক পাকিস্তানী লিজেন্ড মোহাম্মাদ ইউসুফ রয়েছেন তালিকার তিনে। সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টীং ও শ্রীলংকান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে যথাক্রমে চার ও পাঁচে রয়েছেন।
কুমার সাঙ্গাকারা পেয়েছেন সর্বোচ্চ ভোট ইউকেট রক্ষক হিসাবে। ইউকেট রক্ষক হিসাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে গিলক্রিস্ট ও মঈন খান।
পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সুইং জাদুকর ওয়াসিম আকরাম। এর পরে ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ও বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। মুত্তিয়া মুরালিধরন ছিলেন স্পিনারদের মাঝে সর্বোচ্চ ভোট প্রাপ্ত। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে ভেট্টরি ও শেন ওয়ার্ন।
অলরাউন্ডার এর তালিকায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইমরান খান ও সাকিব আল হাসান ও জ্যাক ক্যালিস।
অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন, ইমরান খান। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে স্টিফেন ফ্লেমিং ও রানাতুঙ্গা।
দর্শক ভোটে সবচেয়ে এগিয়ে দু আম্প্যায়ার বিলি বাডেন ও স্টিভ বাকনর।