অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন আফরোজা পারভীন

‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪৩০’ পাচ্ছেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নড়াইলের কৃতি সন্তান আফরোজা পারভীন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

সময় বদলেছে বলে মন্তব্য করেছের ‘অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান’ অনুষ্ঠানের বক্তারা। তারা বলেন, সঙ্গে বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গি। এরপরও আফরোজা পারভীনের মতো সাহিত্যিক প্রয়োজন। কথাসাহিত্যিক, গবেষক, শিশুসাহিত্যিক, নাট্যকার, কলাম লেখক আফরোজা পারভীন সোজা সাপ্টা একজন সাহসী লেখক। তিনি তার সহজ সরল গোছানো লেখার মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

উল্লেখ্য, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর একজন কৃতী নারী-সাহিত্যিককে এই পুরস্কার প্রদান করা হয়।

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment