নভোএয়ারে যুক্ত হচ্ছে ৩টি এয়ারবাস

Novoair
এটিআর ৭২-৫০০ নভোএয়ার প্লেন
ছবিঃ যুবাইর বিন ইকবাল

নভোএয়ার ২০২৪ সালে এয়ারবাসের এ৩২১ মডেলের ৩টি উড়োজাহাজ তাদের বহরে যোগ করবে। এছাড়া এ বছর ৬ টি আন্তর্জাতিক রুটে তাদের ফ্লাইট শুরু হবে। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলেই ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, দুবাই, শারজাহ, মাস্কাটে আমাদের ফ্লাইট শুরু করবো।

বর্তমানে নভোএয়ারের বহরে ৭টি এটিআর ৭২-৫০০ প্লেন রয়েছে যা দেশের অভ্যন্তরে ৭টি এবং আন্তর্জাতিক ১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তারা ১১ বছরে ১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে ৬০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

novoair
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর রানওয়ে থেকে উড্ডয়ন করছে নভোএয়ার।

২০০৭ সালে তারা বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। ২০২৩ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ালাইন (ডমেস্টিক), বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস (ডমেস্টিক)- এই তিন ক্যাটাগরির প্রত্যেকটিতে শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অফ দি ইয়ার-২০২৩ সিলভার পুরস্কার লাভ করে নভোএয়ার।

ছবিঃ যুবাইর বিন ইকবাল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment