চাঁদের সাথে সূর্যের কি দেখা হয়েছে কখনো!
প্রশ্ন জাগতেই,গ্রাস করে ধীবর নিমগ্নতা
ভেসে উঠে চোখের তলায় জানা অজানা
ভালবাসার কাহিনীগুলো,কিভাবে
একাকিত্বের হাত ধরে প্রদক্ষিণ করে
রাত গুনে গুনে চাঁদের বয়স বাড়ছে
বেড়েছে স্বপ্নের ওজন, শুধু অতিক্রান্ত হয়নি,
অতিক্রান্ত হয়নি সূর্যের সীমানা
সূর্য কে ঘিরে যে প্রেমপুঞ্জ,চাঁদ
তার খুব সন্নিকটে
ধ্রুবকের মত দৃষ্টি, গভীর একাগ্রতায়
ঠাঁই পেয়েছিল প্রেম, শুধু দেখার লোভে
একটিবার স্পর্শের লোভে,কেমন
হয় সেই অনাবিল মাধুর্যের স্নিগ্ধতা,
ঝলসে গেছে চন্দ্রলোকের রুপকথা বিভাকরী আগুনে
–জেনিফার স্মৃতি