রাজধানীর কারওয়ান বাজারে ৩০ এপ্রিল সকাল পাঁচটায় মাইক্রবাসে করে যাচ্ছিলেন ব্যবসায়ী রাশেদুল হক। এ সময়ে পুলিশের পোশাক পরা দুজন তাদের মাইক্রবাস থামতে ইঙ্গিত দেয়। এরপর তারা মাইক্রবাস থামালে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থেকে দশ লক্ষ টাকা ভর্তি ব্রিফকেসটি নিয়ে নেয়। তাছাড়া তাদের মোবাইল ফোনও নিয়ে নেয়। তারপর একটি বাইকে করে অই দুজন দ্রুত স্থান ত্যাগ করে।
কারওয়ান বাজার থানায় তিনি একটি ছিনতাই মামলা দায়ের করেন। রাশেদুল হক জানান, ছিনতাইকারীর একজনের গলায় ক্রস ছিল ও তার কপালে সেলাইের দাগ রয়েছে।
পুলিশের ধারণা, পরিচিত কেও এ ছিনতাই এর সাথে জড়িত যাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, তিনি বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছেন। পুলিশ গাড়িটি পরিক্ষা করে দেখেছে কিন্তু কোন প্রমাণ বা আঙ্গুলের ছাপ পাওয়া যায় নি। গাড়ির চালককে পুলিশ জিগ্যাসাবাদ করেছে ও পরে ছেরে দিয়েছে।