ভারত থেকে আসা বঙ্গ বাহাদুর হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ নির্মম হত্যাকান্ডের দায় স্বীকার করা হয়েছে আই এস। মৃত হাতিটির ডি এন এ নমুনা এফ বি আই কে পাঠানো হয়েছে। হাতি গবেষণা কেন্দ্রের মহা সচিব বেগম টুনটুনি জানিয়েছেন, আগামি ৩৬ ঘন্টার মধ্যেই হত্যাকারীদের ধরে আনা হবে। জাতীয় হাতি রক্ষা কমিটির সভাপতি গজানন্দ আক্ষেপ করে বলেছেন, এটি হাতি বিরোধী দলের চক্রান্ত। হাতি উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট পাখি চাঁদ এক সংবাদ সম্মেলন কেন্দ্রে বলেছেন, জারা হাতির উন্নয়ন চায় না, তারা হাতিটির বিচি ধরে নাড়াচাড়া করাতে হাতিটি অসুস্থ হয়ে পরে এবং ইহলোক ত্যাগ…
Read MoreDay: August 17, 2016
Follow Me
ঢাকা বলতেই আমাদের চোখের সামনে যেসব বিষয়গুলো ভেসে আসে – অনেক দালানকোঠা, ট্রাফিক জ্যাম, মানুষ, রিকশা, হইচই আরও বিভিন্ন নেতিবাচক ব্যাপারগুলো। অথচ এসবের বাইরেও ঢাকার একটা আলাদা রূপ আছে, আছে রঙ, সাথে ঢং। ঢাকা শহরে জন্ম হয়ে বেড়ে ওঠা প্রজন্মের কাছে ঢাকার মায়াটা অনেকটাই অন্য রকম। আলোকচিত্রী মোজতবা নাদিমকে অনুসরণ করলে অনুভব করা যেতে পারে সেই রূপ, সেই রঙ আর সেই ঢং। তিনি তার ক্যামেরায় তুলে ধরেছেন রহস্যময় এ ঢাকা শহরকে তার মনের মাধুরী মিশিয়ে।
Read Moreজেফার এর অর্ধলক্ষ্য ইন্সটাগ্রাম ফলোয়ার
অসাধারণ কন্ঠস্বর আর তার সাথে বাহারি চুল ও নোলক, এরকম বিবরণ শুনলেই জে কারও প্রথমেই চোখে আসবে ঐ একজনেরই কথা। হ্যা বলছিলাম জেফার রহমান এর কথা। ইউটিউবে গান গেয়ে আপলোড করতেন তার ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে। দিনে দিনে ভক্তের সংখ্যা বেড়েই ছলছে। তার কয়েকটি গান ইউটিউবে দেখা হয়েছে লক্ষাধিক। আগস্ট এর ১২ তারিখে তার ইন্সটাগ্রাম এর ফলোয়ার অর্ধলক্ষ্য অতিক্রম করে। এর পরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে তার ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি পোস্ট এর মাধ্যমে। ইন্সটাগ্রাম লিঙ্কঃ www.instagram.com/xefer –যুবাইর বিন ইকবাল
Read More