বঙ্গ বাহাদুর হত্যার দায় স্বীকার করল আই এস

ভারত থেকে আসা বঙ্গ বাহাদুর হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ নির্মম হত্যাকান্ডের দায় স্বীকার করা হয়েছে আই এস। মৃত হাতিটির ডি এন এ নমুনা এফ বি আই কে পাঠানো হয়েছে। হাতি গবেষণা কেন্দ্রের মহা সচিব বেগম টুনটুনি জানিয়েছেন, আগামি ৩৬ ঘন্টার মধ্যেই হত্যাকারীদের ধরে আনা হবে।

জাতীয় হাতি রক্ষা কমিটির সভাপতি গজানন্দ আক্ষেপ করে বলেছেন, এটি হাতি বিরোধী দলের চক্রান্ত।

হাতি উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট পাখি চাঁদ এক সংবাদ সম্মেলন কেন্দ্রে বলেছেন, জারা হাতির উন্নয়ন চায় না, তারা হাতিটির বিচি ধরে নাড়াচাড়া করাতে হাতিটি অসুস্থ হয়ে পরে এবং ইহলোক ত্যাগ করেছে।

৮৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তাদেরকে আগামি ৪৮ ঘন্টার মাঝে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

-রম্য রচনা / যুবাইর বিন ইকবাল, প্রেস বাংলাদেশ

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment