ভারতের সরকারের আমন্ত্রণে ভারতে বাংলাদেশের প্রতিনিধি দল

গিয়েছিলাম, ভারতের সরকারের আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধি হয়ে। যাত্রা শুরু করি ৪ই ডিসেম্বর সকাল ৮টায়।৪টা রাজ্য ভ্রমণ করি পুলিশ প্রোটকল এ। দিল্লী -আগ্রা-গুজরাট-কলকাতা।১১তারিখ দেশে ফিরি। দেখেছি ও জেনেছি ভারতের ঐতিহ্য ও ইতিহাস। সবসময়ে সাথে ছিল পুলিশ প্রোটকল। ০৪ই ডিসেম্বরঃ দিল্লী মিউজিয়াম ও দিল্লী গেট ০৫ই ডিসেম্বরঃ রেড ফোর্ট, শাহী জামে মসজিদ, বিকেলে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ, উপস্থিত ছিলেন যুব মন্ত্রি, প্রেসিডেন্ট ভবনে পেয়েছি ভিয়াইপি সংবর্ধনা। দুই দেশের ত্রুন্দের একসাথে কাজ করার আহবান জানান তিনি। ০৬ই ডিসেম্বরঃ আগ্রা গমন ও তাজমহল,আগ্রা ফোর্ট ০৭ই ডিসেম্বরঃ মহত্মা গান্ধির সমাধি, কুতুব মমিনার ও বিকেলে গুজড়াটের উদ্দেশ্য…

Read More

কেবল বাংলাদেশই এশিয়ায় চতুর্থ ইনিংসে ৪০০+ করেছে

এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের। ২০০৮ সালে শ্রিলঙ্কার বিপক্ষে ৪১৩ রান করেছিল। আশরাফুল করেছিলেন ১০১। তবে ম্যান অফ দা ম্যাচ পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ২৬ রান করলেও পরের ইনিংসে করেন ৯৬ রান। আর প্রথম ইনিংসে ৫ উইকেট ও পরের ইনিংসে ১টি উইকেট লাভ করেন। চতুর্থ ইনিংসে আশরাফুল এর ১০১ এবং সাকিব এর ৯৬ রানই বাংলাদেশ দলকে এনে দিয়েছিল এ রেকর্ডটি। রেকর্ড গড়া এ ম্যাচটি অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছিল। ১০৭ রানে। আর এ জয়ের এছনে সবচেয়ে বড় অবদান ছিল মুরালিধরনের। ম্যাচে ১০ উইকেট ছিল। এশিয়ার মাটিতে…

Read More