আজ ২১ আগস্ট। একটি কলঙ্কিত অধ্যায়। ২০০৪ সালের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনা যখন সমাবেশ করছিলেন, ঠিক সে সময়ে কয়েকজন জঙ্গি সে সমাবেশে সমবেত হয়। উদ্দেশ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর বাকি কাজটুকু সম্পন্ন করতে। সেদিন শেখ হাসিনা যখন তার অগ্নিঝরা বক্তব্য শেষ করলেন, ঠিক তার পরেই জঙ্গি দলনেতা জান্দাল প্রথম গ্রেনেড নিক্ষেপ করে জনতার উদ্দেশ্যে। পরিকলপনা ছিল, প্রথম হামলার পরে লকজন যখন ছোটাছুটি করবে, সে সময়ে শেখ হাসিনাকে আর একটি গ্রেনেড নিক্ষেপ করবে আর এক জঙ্গি বুলবুল। কিন্তু জনগনের ছোটাছুটি করার সময়ে ধাক্কায় বুলবুল মাটিতে পরে যায়। এতে করুণাময় স্রস্টার করুণায় বেচে যান শেখ হাসিনা।
অভিজ্ঞ সি আই ডি এর তদন্তে বের হয়ে আসে এমন চিত্র এবং ধরা পরে জঙ্গি মুফতি হান্নান, তাজউদ্দিন, বুলবুল ও জাহাঙ্গীর। এরা সকলেই উগ্র জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি-বি) এর সদস্য। এ হামলায় মোট ১২ জন জঙ্গি অংশ নেয় এবং তারা মোট তিনভাগে বিভক্ত হয়ে এ হামলা করে।