সুন্দরী আপুদের ফেইসবুক লাইভ সংক্রান্ত কয়েকটি টিপস

ফেসবুক এপস নতুন সংযোজন ফেসবুক লাইভ। আর সকলেই মেতে উঠেছে এ লাইভ নিয়ে। ছেলে-মেয়ে, কচি খোকা-পাকা বুড়ো সবাই। নাপিতের মেয়ে মালিহা থেকে শুরু করে চৌধুরী সাহেবের ছেলে, সকলেই। কে নেই আজ লাইভে!!! তবে যেনতেনভাবে লাইভে যাওয়াটা মোটেই উচিৎ নয়। এজন্য চাই বিশেষ আয়োজন। আর এজন্যই লাইভের বিশেষ ভাবে অজ্ঞ এস এম আমিনুল রুবেল দিয়েছেন কিছু টিপস। নুডলস এর জুস হাতে নিয়ে আপনিও আসুন লাইভে। তবে তার আগে

০১ – লাইভ যাওয়ার আগে মিনিমাম ৫ ঘন্টা সাজুগুজু করুন, কারণ লাইভ এডিট করা যায় না।
০২ – শুদ্ধ কথা আর দুই চারটা ইংলিশ আগেই প্র্যাকটিস করে নিন, নয়তো বা মাঝ পথে “প্যাকের মইদ্দে হাইন্দা যাইবেন কইলাম।”
০৩ – পিছন থেকে আপনার ভাঙা জানালায় শুকাতে দেয়া ছেড়া পেটিকোট আর লুঙ্গিটি সরিয়ে ফেলুন( এতো দিন তো ফার্স্ট ফুড ছাড়া চেক ইন দেননি)।
০৪ – চুল উড়ানোর জন্য ছোট ভাইকে সামনে থেকে হাত পাখা দিয়ে সমানে বাতাস করতে বলুন।
০৫ – শরীর সামনের দিকে ঝুকে বিশেষ অঙ্গ না দেখিয়ে অর্ধেক দেখান, নাহলে আপনার আসল ওজন সম্পর্কে মানুষ ধারণা পেয়ে যাবে।
০৬ – দুই পাশের চুল দিয়ে চেহারা হাফ ঢেকে রাখুন. নতুবা আপনার জাম্বুরার মতো গাল দেখা যাবে যেটা এতো দিন আপনার সেলফিতে ছিল না।
০৭ – হার্ট দুর্বল, এমন বন্ধু ফেইসবুকে থাকলে, তাদেরকে আগেই আনফ্রেন্ড করে দিন, কেউ হার্টফেইল করলে আপনি দায়ী থাকবেন না।
০৮ – আপনি ক্সজুনায়েদ না, কাজেই বার বার চুলে হাত দিবেন না।
০৯ – অতিরিক্ত ঢং করতে যাবেন না, ছেলেরা আড্ডায় সবচেয়ে বেশি পচায় ঢঙ্গি মেয়েদের।
১০ – মেকাপ দিয়ে লাইভ আসার আগে 5 মিনিট বাইরে গিয়ে ঘুরে আসুন, দেখুন আপনাকে আলিফ লায়লার ভুত মনে করে কেউ মূর্ছা গেলো কিনা। তাহলে চোখের মেকাপ একটু কমিয়ে ফেলুন।

রম্য রচনা – এস এম আমিনুল রুবেল

top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment