প্রধানমন্ত্রীর কার্যালয়ের সীমানা প্রাচীরে ছোট খাটো একটি সংস্কারের কাজ হবে। দরপত্র দেয়ার আগে ৩জন ঠিকাদার মাপঝোক করতে এলেন।
সিলেটের ঠিকাদার মাপঝোক করে বললেন- মালসামানা ৪লাখ, মিস্ত্রী আর নির্মাণ খরচ ৪লাখ আর লাভ ২লাখ মিলিয়ে ১০লাখে পারবো।
বরিশালের ঠিকাদার মাপঝোক করে বললেন-মালসামানা ৩লাখ, মিস্ত্রী আর নির্মাণ খরচ ৩লাখ আর লাভ ১লাখ মিলিয়ে ৭লাখে পারবো।
নোয়াখালীর ঠিকাদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারভাইজারকে সাইডে নিয়ে বললেন-আমি নিবো ২কোটি৭লক্ষ টাকা
সুপারভাইজার বললো- আপনি কোন মাপঝোক না করে এই বাজেট কিভাবে দেন?
নোয়াখালীর ঠিকাদার উত্তর দিলেন- কাজটা আমারে পাওয়ায়ে দিলে আপনারে দিমু ১কোটি, আমি রাখমু ১কোটি আর বরিশাইল্যারে কাজটা আউটসোর্স কইরা দিয়া দিমু। রাজি?