দুর্দান্ত ব্যাটিং করল বাংলাদেশ। দারুণ লড়াই করেছে সাকিব আর মাদমুদউল্লাহ।
– কুমার সঙ্গকারা, ক্রিকেটার, শ্রীলঙ্কা
ওয়ান ডে ক্রিকেটে এ রকম ভাল পার্টনারশিপ আগে দেখেছি বলে মনে পড়ছে না।
– মাইকেল ভন, ক্রিকেটার, ইংল্যান্ড
খুশিতে পাগল হয়ে যাবোরে!
– আমব্রিন, উপস্থাপক
জিতেছি
– চঞ্চল চৌধুরী, অভিনেতা
আমাকে দুইটা সেঞ্চুরি দাও। আমি একটা জয় উপহার দেই!
– ঈশিকা খান, মডেল
This is called a TEAM!
– আল মামনুন জামান, কমেডিয়ান
Number 1 Shakib Al Hasan
Vayra Mahmudullah
– এস এম আমিনুল রুবেল, সিনেম্যাটোগ্রাফার
ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম, ধন্যবাদ সাকিব & মাহমদুল্লাহ
– পিন্টো ঘোষ , গায়ক
It’s called Bangladesh ❤
Sakib
Mahamudullah rookzzzzzz
– অন্তর রহমান, গায়ক
This is not a surprise, This is class.
– যুবাইর বিন ইকবাল, ফটোগ্রাফার
বাঙালিদের ক্রিকেট প্রীতি প্রশংসনীয়। বাঙালি নারী পুরুষ উভয়েই এ খেলাটি পছন্দ করে। অন্য সকল বিষয় নিয়ে অহেতুক কাঁদা ছোড়াছুড়ি এবং তীব্র মতবিরোধ থাকলেও ক্রিকেট নিয়ে নেই। এটি বেশ আশা ব্যন্জক একটি ব্যাপার! তাই ভাবছি- যদি এ দেশের সবাই ক্রিকেট খেলতো তাহলে হয়তো আর ঝগড়া-বিবাদ থাকতো না !
– শাওন চৌধুরী, গায়ক