বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে। চোটের কারণে এ টেস্টে খেলতে পারছেন না দলের অন্যতম ব্যাটিং তারকা তামিম ইকবাল। আনুমানিক চার সপ্তাহ লাগবে চোট থেকে ফিরতে। দক্ষিণ আফ্রিকার পেস বোলার মরনে মরকেলও চোটের কারণে নেই এ টেস্টে। ম্যাচ ওপেন করতে নামবেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে GTV ও Machranga TV এছাড়াও www.bioscopelive.com ওয়েব সাইটেও দেখা যাবে খেলাটি।
আজ ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন নাসির হোসাইন। নতুন মুখ সাইফ উদ্দিন।
বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফ উদ্দিন।