মিমি চক্রবর্তী। টলিউডের ব্যস্ততম নায়িকাদের একজন। এছাড়া তিনি যাদবপুরের সাংসদও। গানের ওপারে ধারাবাহিকের ‘পুপে’ চরিত্রের মাধ্যমে সবার চোখে আসেন। মিমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কেটেছে অরুনাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। তিনি পরে পরিবারের সাথে জলপাইগুড়িতে তার পৈত্রিক বাড়িতে ফিরে আসেন। তিনি জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলে পড়েছেন। এরপর পড়েছেন বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে। তারপর তিনি কলকাতায় আসেন এবং সেখান থেকে ২০০৬ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৯ সালে তিনি প্রথম তার একক গান “অঞ্জনা” প্রকাশ করেন।
২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি। এর মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।
মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস্ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে, যদিও সে এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করে। তার ২য় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারের চিত্রনাট্য লেখেন বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিক নির্মিত হয়।
৭ই ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি চলচ্চিত্র বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু। আইডিয়াস ক্রিয়েশনস্ – ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী-এর ছেলে অর্জুন চক্রবর্তী। অর্জুন এই চলচ্চিত্রের মুখ্য অভিনেতা (বাপি) ছিলেন। অর্জুন গানের ওপারেতেও অভিনয় করেছিলেন।
একা থাকতে ভালবাসেন তিনি। কাজের বাইরে বই পড়ে, ছবি দেখে, দুই চারপেয়ে সন্তানকে নিয়ে দিন কাটান তিনি। তার একটি পোষ্য কুকুর আছে, যার নাম “চিকু”। একে নিয়েই তিনি থাকেন।
চলচ্চিত্র
২০১২
বাপি বাড়ি যা
বোঝেনা সে বোঝেনা
২০১৩
প্রলয়
বাঙালী বাবু ইংলিশ মেম
গল্প হলেও সত্যি
২০১৪
যোদ্ধা-দ্য ওয়ারিয়র
খাদ
২০১৫
জামাই ৪২০
শুধু তোমারই জন্য
কাটমুণ্ডু[১৭
২০১৬
কি করে তোকে বলবো
কেলোর কীর্তি
গ্যাংস্টার
২০১৮
টোটাল দাদাগিরি
ভিলেন
২০১৯
মন জানে না
২০২০
এসওএস কলকাতা
২০২১
খেলা যখন ছুরি
সিদুর খেলা ছুরি
বাজি
২০২২
মিনি
খেলা যখন
টেলিভিশন
চ্যাম্পিয়ন, আকাশ বাংলা টিভি
গানের ওপারে (২০১০-১১), স্টার জলসা
দিদি নাম্বার ওয়ান
দুর্গা দুর্গতিনাশিনী
গান
অঞ্জনা
পাল
পারি হূ ম্যায়
আমারও পরানো যাহা চায়
তোমার খোলা হাওয়া
তুই আর আমি
পুরস্কার
টেলিসম্মান অ্যাওয়ার্ড, ২০১১-টেলিকণ্যা
বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, ২০১১-রাইজিং স্টার (নারী)