দলের রান মাত্র দুই, নেই চার উইকেট। মাত্র ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে এ অবস্থা জ্যামাইকার। এমন সময়ে ক্রিজে এলেন সাকিব আল হাসান। এসে খেললেন ৫৪ রানের একটি ইনিংস। সাথে ক্রিস গেইলের অপরাজিত ৪৫ রান। আর এ দুজনের জুটিতে ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের দল।
বল হাতেও ভুমিকা রেখেছিলেন। দুই অভার বল করে ২০ রান দিয়েছিলেন, কিন্তু নিয়েছিলেন ব্যম্বেল্রর মহামূল্যবান উইকেটটি। ব্যাট ও বল, দু জায়গাতেই ভুমিকা রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে তিনি ম্যাচসেরাও হয়েছেন।