অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত টেস্ট ক্রিকেটে হারাল বাংলাদেশ। দেশের মাটিতে সাকিব-তামিম অসিদের ২০ রানে হারিয়ে দেশবাসিকে উপহার দিল অসাধারণ একটি জয়। নিঃসন্দেহে এ জয়ের মাহাত্ম্য অন্যরকম। এইত কদিন আগেই অসি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ বলেছিলেন, “কি যেন নাম বাংলাদেশের ক্যাপ্টেনের।” আজ মুশফিক তাকে চেনালেন, তিনি মুশফিক, বিজয়ী দলের অধিনায়ক।
