মুক্তির প্রথম দিনে ১০০ কোটি রূপি আয় করল বাহুবলী ২। ভারত এর ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। ১০০ কোটি রূপির মাইলফলক অর্জন করতে আমীর খান এর দঙ্গল এর লেগেছিল ৩ দিন। ছবিটির এ সাফল্যে বেশ উচ্ছসিত পরিচালক রাজামৌলী। ধারণা করা হচ্ছে, এটি ন্যুনতম ১০০০ কোটি রূপি আয় করবে এবং ভারত এর ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবির মধ্যে থাকবে।
একসাথে প্রায় পনেরটি দেশে মুক্তি দেয়া হয়েছে ছবিটি। ভারতীয় ছবির মাঝে অসাধারণ গ্রাফিক্স, এনিমেশন আর সুনিপুণ সিনেম্যাটোগ্রাফির একটি অনন্য উদাহরণ এই বাহুবলী ২। ছবিটি তৈরি করার কয়েকটি ভিডিও বিভিন্ন সময়ে ইউটিউবে প্রকাশ করা হয়, এবং প্রতিটি ভিডিও কয়েক লক্ষ্যবার দেখা হয়েছে।
কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল, তা জানা যায় নি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম পর্বে। আর এ কারণেই দর্শকদের তীব্র আকাঙ্ক্ষা ছিল, এর উত্তরের। আর এ উত্তর জানতেই দর্শকদের ছুটে যেতে হয়েছে ছবিটি দেখতে।
ইউটিউবে বাহুবলী ২ এর ট্রেলার প্রকাশ করা হয়েছিল ১৫ মার্চ, ২০১৭ সালে। শুধু এটি দেখা হয়েছে ৫৩,৩১৫,৯৯৬ বার। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকরা প্রকাশ করেছেন ছবিটি দেখার পরে তাদের মতামত।