পাকিস্তান সুপার লীগে বাংলাদেশ এর দশজন খেলোয়াড় ডাক পেয়েছেন। এ বছরের আসরও বসবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ফাইনাল হবে লাহোরে। ৫টি দল প্রতিযোগিতা করবে এবারের আসরে।
এবার প্রথম সাব্বির রহমান ও শুভাগত হোম রয়েছেন প্লেয়ার্স ড্রাফটে।
প্লাটিনাম ক্যাটেগরিতে রয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ থেকে একামত্র তিনিি রয়েছেন এ ক্যাটেগরিতে। এ ক্যাটেগরির খেলোয়াড়দের মূল্য ১ লাখ ৪০ হাজার ডলার।
ডায়মন্ড ক্যাটেগরিতে নেই কোন বাংলাদেশী খেলোয়াড়।
গোল্ড ক্যাটেগরিতে রয়েছে মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার নাফীস ও তামিম ইকবাল। ৫০ হাজার ডলার মূল্য ধরা হয়েছে এ ক্যাটেগরির খেলোয়াড়দের।
সিলভার ক্যাটেগরিতে থাকছেন এনামুল হক, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম ও সৌম্য সরকার। এ ক্যাটেগরির খেলোয়াড়দের মূল্য দশ হাজার ডলার।
সাকিব, তামিম, মুশফিক ও মুস্তাফিজ গতবার দল পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে খেলেননি মুস্তাফিজ।