সুপার সাইক্লোন আমপান বাংলাদেশ উপকূল এলাকায় আঘাত হেনেছে। এসময়ে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার। আজ বুধবার বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে। অস্বাভাবিক জোয়ারে ভোলার ২১ টি চরই প্লাবিত হয়ে গেছে। প্লাবিত চরগুলো থেকে আগেই অধিকাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভোলা জেলা প্রশাসন।
সুপার সাইক্লোন আমপান দুপুর আড়াইটায় আঘাত হেনেছে কলকাতায়। বিকাল ৫টায় বুড়িগঙ্গার উপর কচুবেড়িয়ায় জেটি ভেঙ্গে পড়ে। প্রচন্ড ঝড় ও বাতাসে ভেঙ্গে গেছে অসংখ্য বাড়িঘর ও গাছপালা। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। উপকূল এলাকায় সমুদ্রে বেড়েছে জলোচ্ছ্বাস। হাওড়ার শালিমারে ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে মৃত্যু হয়েছে ১৩ বছরের এক কিশোরীর। মিনাখাঁয় মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছে একজন নারীর।