করোনা ভাইরাস – বিসিএস প্রস্তুতি

করোনা ভাইরাস – বিসিএস প্রস্তুতি

করোনা ভাইরাস এর অন্যান্য নামসমূহ

  1. Coronavirus
  2. Corona
  3. COVID
  4. 2019-nCoV acute respiratory disease
  5. Novel coronavirus pneumonia
  6. Severe pneumonia with novel pathogens

করোনা ভাইরাস এর লক্ষণসমূহ

  1. জ্বর
  2. সর্দি ও কাশি
  3. শ্বাস প্রশ্বাস এ সমস্যা
  4. শারীরিক দুর্বলতা
  5. স্বাদ ও গন্ধের অনুভুতি নষ্ট হয়ে যাওয়া।

করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক প্রদেয় সুরক্ষাব্যবস্থাসমূহ

  1. মুখে মাস্ক ব্যবহার করা।
  2. বার বার সাবান বা এলকোহল দিয়ে হাত ধোয়া।
  3. সামাজিক দূরত্ব মেনে চলা।

করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি প্রথম শনাক্ত হয় চীন এর উহান শহরের একটি স্থানীয় বাজার থেকে, যেখানে বিভিন্ন বন্য প্রাণী খাবার হিসাবে বিক্রি হয়। ধারণা করা হয়, বাদুর থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

মার্কিন যুক্তরাস্ট্র প্রথম রাষ্ট্র যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক লক্ষ মানুষের মৃত্যু হয়। এবং আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক মিলিয়ন হয়।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় মার্চ মাস এর ৮ তারিখে। একটি পরিবারের দুজন ব্যক্তি প্রথম আক্রান্ত হন এবং তারা ইটালি থেকে ফিরেছেন। তাদের একজন নারী ও অন্যজন পুরুষ ছিলেন।

সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে দায়িত্বরত থাকা চিকিৎসক মইনউদ্দিন বাংলাদেশে প্রথম ডাক্তার যিনি করোনায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের করোনা সংক্রমণের হটস্পট হিসাবে গাজীপুর ও নারায়ণগঞ্জকে ঘোষণা করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের অণুজীববিজ্ঞানী বিজন কুমার শীল করোনা ভাইরাস শনাক্ত করার জন্য র‌্যাপিড ডট ব্লট কীট আবিষ্কার করেন।

করোনা ভাইরাস এ আক্রান্ত পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের তালিকা

  1. টম হ্যাঙ্কস
  2. বরিস জনসন
  3. জাস্টিন ট্রুডো

করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিদের মৃত্যুঃ

  1. জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান
  2. মোরশেদুল আলম, পরিচালক, এস আলম গ্রুপ
top wedding photographerin bangladesh

Related News

Leave a Comment