পহেলা বৈশাখের পরের দিন এদেশের অসংখ্য মানুষকে পরতে হয়েছে ফেসবুক একাউন্ট ডিসএবল বিড়ম্বনায়। প্রচুর মানুষ হারিয়েছেন তাদের ফেসবুক আই ডি। সাইন ইন করতে গিয়ে একটি মেসেজ পাচ্ছেন,
Account disabled
Your account has been disabled. If you have any questions or concerns, you can visit our FAQ page here.
এ সব আই ডি’র মাঝে অনেকেরই আইডি ছিল দশ বছর কিংবা তার চেয়েও বেশি পুরনো। ফেসবুক বলেছে, নকল আইডি শুদ্ধি অভিজান এর কারণে, ভুয়া আই ডি ডিসএবল করে দিয়েছে। এমনকি অনেকেই ফেসবুককে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করেছেন, তারপরও ফিরে পান নি, তাদের আই ডি। অথচ বাস্তবে দেখা গিয়েছে, বহাল তবিয়তে রয়ে গেছে, প্রচুর ভুয়া আই ডি। ফেসবুক তাদের পলিসিতে বলেছে, একজন মানুষের একাধিক আই ডি থাকতে পারবে না। কিন্তু অনেকেরই একাধিক আই ডি রয়েছে, এবং সেগুলো প্রতিটি আই ডি রয়ে গেছে। ফেসবুক এর কাছে পরিচয় পত্র প্রদান এর শর্তসমূহ হচ্ছে, নাম, জন্ম তারিখ এবং ছবি থাকতে হবে। এখত্রে একটি সমস্যা রয়েছে, আর তা হল, অনেকেই তাদের নিজেদের নাম ব্যবহার করতে পারেন না, কেন না, তার নাম হয়ত কোন একটি ইংরেজী শব্দ, আর ফেসবুক সে নাম গ্রহণ করে না। যেমন কারও নাম যদি Sweety হয়, তাহলে ফেসবুক এ নাম গ্রহণ করে না। সেখত্রে তিনি কিভাবে তার নাম যেটি তার পরিচয় পত্র আছে, ব্যবহার করবে?
এরপর, অনেকেই আবেগের কারণে, হয়ত তার প্রিয় কোন তারকার ছবি ফেসবুকে ব্যবহার করেন, কিংবা অনেকেই তার ছবি ব্যবহার করতে চান না। বিশেষ করে অনেক মুসলিম নারী তাদের কোন ছবি ফেসবুকে দেবে না। তাহলে ফেসবুক কি করবে? যেমন বাংলাদেশ এর অসংখ্য মানুষ মাশরাফি এর ছবি প্রোফাইল ছবি হিসাবে ব্যবহার করে থাকেন।
অনেকেই অভিযোগ করেছেন, ফেসবুক এর এ নতুন সিদ্ধান্ত ভাল, কিন্তু এটির বাস্তবায়ন তারা ঠিকভাবে করতে পারে নি। এতে সমস্যায় পরতে হয়েছে অনেককেই।
বাংলাদেশ এর অনেক মানুষ ফেসবুক এর মাধ্যমে তাদের অনলাইন দোকান পরিচালনা করে থাকেন, এভাবে তৈরি হয়েছিল অনেক নতূন উদ্যক্তার, কিন্তু এরকম বেশ কয়েকজন তাদের আই ডি হারিয়ে বিপদে পরে গেছেন। এখন যদি তারা নতুন আইডি তৈরি করেন, তাহলে তাদের ক্রেতারা ধরে নিতে পারে, এটি হয়ত অন্য কারও আই ডি।
ফেসবুক এর পলিসি
Your account must list your authentic name.
Personal accounts must represent individual people. It’s a violation of our policies to use a personal profile to represent anything other than yourself (ex: celebrities, pets, ideas, objects, etc.).
Impersonating anyone or anything is not allowed.
Maintaining multiple accounts is a violation of our policies.
Accounts created for the purpose of spamming or harassing others are strictly prohibited.