জমে উঠেছে ভারত এর আই পি এল। তবে বাংলাদেশের মানুষের চোখ মাত্র দুটি দলের দুজন খেলোয়াড়ের দিকে। একজন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদ আর পেস বোলিং বিস্ময় মুস্তাফিজ, যিনি রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
বিগত দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এ দুটি দল, আর তাতে বিশেষ অবদান রেখেছিলেন এ দুজন। গত আসরে সেরা উদীয়মান খেলোয়াড় এর পুরষ্কারও উঠেছিল কাটার মাস্টার মুস্তাফিজের হাতে। একের পর এক উইকেট নিয়ে দলের বোলিং আইকন হয়ে গিয়েছেন। আর সাকিবের কথা নতুন করে কিছু বলার নেই। প্রতিনিয়ত তিনি নিজেকে শুধুই ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন।
আই পি এল এর লিঙ্ক সমূহ
আই পি এল লাইভ সম্প্রাচার
IPL Winner
2008 – Rajasthan Royals
2009 – Deccan Chargers
2010 – Chennai Super Kings
2011 – Chennai Super Kings
2012 – Kolkata Knight Riders
2013 – Mumbai Indians
2014 – Kolkata Knight Riders
2015 – Mumbai Indians
2016 – Sunrisers Hyderabad
2017 – Mumbai Indians
IPL Man of the Series
2008 – Shane Watson (Australia)
2009 – Adam Gilchrist (Australia)
2010 – Sachin Tendulkar (India)
2011 – Chris Gayle (West Indies)
2012 – Sunil Narine (West Indies)
2013 – Shane Watson (Australia)
2014 – Glenn Maxwell (Australia)
2015 – Andre Russell (West Indies)
2016 – Virat Kohli (India)
2017 – Ben Stokes (England)