একজন “ভিক্ষুক” বাবা যার একটি হাত নেই, দু বছর ধরে টাকা জমিয়ে তার পরীর মত ছোট্ট মেয়ের জন্য জামা কিনে দিয়েছে। এরপরে বাবা দেখেছেন তার রাজকন্যার হাসি। একজন বাবা’র জন্য এর চেয়ে বড় উপহার আর কিইবা হতে পারে? ঠিক এরকম একটি আবেগঘন ঘটনার একটি অসাধারণ ছবি তুলেছেন বিশ্বনন্দিত আলোকচিত্রী জি এম বি আকাশ। আর এটি প্রকাশিত হয়েছে নেপাল এর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল manoramaonline.com। নেপালের পোর্টালটি আলোকচিত্রীর অনুমতি নিয়ে প্রকাশ করে। এমনকি ভারত এর NDTV ও প্রকাশ করে তার আনুমতি সাপেক্ষেই।
কিন্তু বাংলাদেশ এর জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাক অনুমতি ছাড়াই ছবি ও ছবির গল্প চুরি করে প্রকাশ করে, ০৮ এপ্রিল, ২০১৭ তারিখে। বাংলাদেশ এর প্রথম সারির এক্টী দৈনিক এর এরকম কান্ডজ্ঞ্যানহীন আচরণে ক্ষুব্ধ হন, আলোকচিত্রী জি এম বি আকাশ এবং পরে তার ফেসবুক প্রোফাইলে লেখেন, “The image and story is copy righted by me. The whole India and NDtv mentioned it in their every single publication, because they know what ‘Copyright’ means. Without our newspaper Daily Ittefaq. Amazing!”
এমনকি ইত্তেফাক ছবি থেকে জি এম বি আকাশ এর লোগোও মুছে ফেলে। দৈনিক ইত্তেফাক এর বিরুদ্ধে এমন অভিযোগ আরও রয়েছে।